সাফারি ওয়েব ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড দেখবেন যেভাবে

ইন্টারনেটের এই যুগে আমরা প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। আর অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ইউজার নাম ও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। পাসওয়ার্ড বারবার টাইপ করার ঝামেলা কমানোর জন্য ওয়েব ব্রাউজারে তা সংরক্ষণের সুবিধা রয়েছে।

view and edit passwords saved with safari-techFAQBD


হঠাৎ কোনো ওয়েবসাইটে লগইন করার প্রয়োজন হলো, কিন্তু অনেকে পাসওয়ার্ড ভুলে যান। এমন অবস্থায় চাইলে পূর্বের ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ডটি দেখে নেয়া যায়।

কিভাবে সাফারি ওয়েব ব্রাউজারের সংরক্ষিত পাসওয়ার্ড দেখবেন তা তুলে ধরা হলো-

প্রথমে সাফারি ওয়েব ব্রাউজার চালু করে উপরের বাম পাশের মেনু থেকে ‘safari’ তে ক্লিক করে ‘preferences’ এ যেতে হবে।

তারপর একটি নতুন পেইজ চালু হবে সেখান থেকে পাসওয়ার্ড ট্যাবে যেতে হবে।

তাহলে ‘safari passwords are locked’ একটি অপশন আসবে। সেখান পিসির এডমিন পাসওয়ার্ড দিতে হবে।

তারপর নতুন একটি পেইজ চালু হবে। সাফারিতে লগইন করা সবগুলো সাইটের পাসওয়ার্ড সেখানেই দেখা যাবে।
Post a Comment (0)
Previous Post Next Post