আইফোনের স্ক্রিন রেকর্ড করবেন যেভাবে

আইফোন ব‍্যবহারকারীরা কোন থার্ডপার্টি অ‍্যাপ ব‍্যবহার না করেই স্ক্রিন রেকর্ড করতে পারেন খুব সহজেই। কিভাবে কাজটি করতে হবে তা তুলে ধরা হল-


record-the-screen-on-iPhone-techFAQBD
© www.pexels.com

প্রথমেই আইফোনের সেটিং মেনুতে যেতে হবে।

তারপর 'Control Center' অপশনে যেতে হবে। সেখান থেকে 'Customize Controls' ক্লিক করতে হবে।

তারপর নতুন একটি পেইজ আসবে, সেখান থেকে 'More Controls' এ স্ক্রল করে 'Screen Recording' অপশনে পাশে থাকা সবুজ রঙের প্লাস আইকনে ক্লিক করতে হবে।

তারপর ফোনের স্ক্রিনের নিচ থেকে উপরের সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার চালু করলে স্ক্রিন রেকর্ডের একটি গোলাকার নতুন আইকন দেখা যাবে।

তারপর এই গোলাকার আইকনটিতে ক্লিক করলে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে।

তারপর স্ক্রিন রেকর্ড শেষ হলে কন্ট্রোল সেন্টার থেকে 'Screen Record' আইকন ক্লিক করতে হবে, তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ হবে।

রেকর্ড করা ভিডিও আপনি 'Photos' অ‍্যাপে খুঁজে পাবেন।
Post a Comment (0)
Previous Post Next Post