এককভাবেই বিনিয়োগ করতে পারবে বিদেশী ই-কমার্স প্রতিষ্ঠান

এখন থেকে একক ভাবেই বিনিয়োগ করতে পারবে বিদেশি যেকোনো ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলো। যা আগে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করতে হত।


foreign-e-commerce-entities-now-dont-need-local-partners-techfaqbd


আগে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করার যে শর্ত ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ এর সংশোধিত ‘জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা ২০২০ -এ এই সুবিধা দেয়া চালু করা হয়েছে।
Post a Comment (0)
Previous Post Next Post