গুগল ক্রোম ব্রাউজারে ক্লোজড ট্যাব পুনরায় ওপেন করবেন যেভাবে

গুগল ক্রোম ব্রাউজারে কাজ করতে গিয়ে ভুল করে কোনো ট্যাব বন্ধ করেছেন কিন্তু সেই ট্যাবের কাজটা খুব জরুরি ছিল। এখন কি করবেন? চিন্তা নেই খুব সহজেই সেই ট্যাবটি আবার ওপেন করতে পারবেন। কিভাবে করবেন তা তুলে ধরা হলো-

reopen-closed-tab-on-chrome-browser-techFAQBD
Image Source: Pexels.com

ট্যাবটি পুনরায় ওপেন করতে চাইলে উইন্ডোজ ইউজারদের কীবোর্ড থেকে 'Ctrl + Shift + T' চাপতে হবে আর ম্যাক ইউজারদের কীবোর্ড থেকে 'CMD + Shift + T' চাপতে হবে।

অথবা নিউ ট্যাব এর '+' আইকনে মাউসের রাইট বোতাম চেপে 'Reopen closed tab' এ ক্লিক করেও ক্লোজড ট্যাবটি পুনরায় ওপেন করতে পারবেন।
Post a Comment (0)
Previous Post Next Post