মোবাইলের ব্যাটারি ফুলে বা ফেটে যাওয়ার কারণসমূহ

বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ মোবাইল ফোন ব্যবহার করে থাকে। হোক সেটা স্মার্টফোন কিংবা ফিচারফোন কিন্তু ডিভাইস একই। আর ফোনের ব্যাটারি ফুলে যাওয়া বা ফেটে যাওয়ার এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। তাই আমরা সামান্য সচেতনতা অবলম্বন করলেই এরকম ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।


possible-reasons-for-Mobile-Phones-battery-explosion-techfaqbd



তো চলুন দেখে নেয়া যাক যে যে কারনে মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে-


* ব্যাটারির তৈরির সময় কিছু ত্রুটি বা টেকনিক্যাল ফল্ট থাকে যার কারণে ব্যাটারি ফুলে বা ফেটে যেতে পারে

* হাত থেকে ফোন বারংবার পড়ে গেলে ব্যাটারি ফুলে বা ফেটে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে

* সস্তার নন-ব্রান্ডের চার্জার ব্যবহার করা হলে বা অরিজিনাল চার্জার ব্যবহার না করা হলে ব্যাটারি ফুলে বা ফেটে যেতে পারে

* সারারাত ফোন চার্জ দিলে অতিরিক্ত চার্জ দেওয়া হয়ে যায় ফোনে এটি একটি বড় কারণ ব্যাটারি ফুলে বা ফেটে যাওয়ার

* অতিরিক্ত গেম খেলা হলে ফোন প্রচুর গরম হয় ফলে ব্যাটারি ফুলে বা ফেটে যেতে পারে

* অধিক সময় ফোন রোদে ফেলে রাখা হলে ফোন প্রচুর গরম হয় ফলে ব্যাটারি ফুলে বা ফেটে যেতে পারে

* ফোনের ব্রাইটনেস সবসময় ফুল রাখা যাবে না, রাখলে ফোন অতিরিক্ত গরম হয় যার ফলে ব্যাটারি ফুলে বা ফেটে যেতে পারে


মোবাইল ব্যবহারের সময় উপোরুক্ত বিষয় গুলো খেয়াল রাখলেই যেকোনো দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব।

Post a Comment (0)
Previous Post Next Post