Terms of Use

TechFAQBD'র ওয়েবসাইট www.techfaqbd.com-এ আপনাকে স্বাগতম। আপনি যদি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে চান এবং ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে উলেস্নখিত শর্তাবলী মেনে নিচ্ছেন এবং এই শর্ত অনুযায়ী এই সাইট ব্যবহার করবেন, যা এই ওয়েবসাইটের জন্য আমাদের গোপনীয়তা নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে TechFAQBD ও আপনার মাঝে সমঝোতা তৈরি করবে।


TechFAQBD -এর ওয়েবসাইট, যেখানে আছে TechFAQBD, তার সার্ভিস সম্পর্কিত সব ধরনের তথ্য। এই ওয়েবসাইট ভিজিট করার আগে এই শর্তাবলী ভাল করে পড়ে নিন। এই ওয়েবসাইটের যেকোন  সার্ভিস সম্পর্কে জানার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে আপনি নিচে উলেস্নখিত শর্তাবলী মেনে নিচ্ছেন। আপনি এই শর্ত মেনে নিতে অপারগ হলে এসব সার্ভিস আপনি ভিজিট বা ব্যবহার করতে পারবেন না। আপনি যদি শর্তবহির্ভূত কোন উপায়ে কোন সার্ভিস ব্যবহার করেন, TechFAQBD আপনার এই সাইট ব্যবহার সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে এবং আপনার কাজের ওপর ভিত্তি করে অন্যান্য কঠোর ব্যবস্থাও নিতে পারে। TechFAQBD যেকোন সময় এসব শর্তাবলী পরিবর্তন করতে পারে এবং পরিবর্তিত শর্তাবলী অনলাইনে আপডেট হওয়ার সাথে সাথে কার্যকর হবে। আপনি কিছুদিন পর পর শর্তাবলীতে কোন পরিবর্তন হয়েছে কি না, তা চেক করায় সম্মত হচ্ছেন এবং নতুন শর্তের সাথে আপনার সম্মতির ওপর ভিত্তি করে এই ওয়েবসাইটে আপনার যাতায়াত এবং সার্ভিসের ব্যবহার নিয়ন্ত্রিত হবে।


গোপনীয়তা


এই সাইট ব্যবহারে আপনার আচরণের ব্যাপারে আমাদের নিয়মকানুন বোঝার জন্য অনুগ্রহ করে এর গোপনীয়তা নীতিমালা দেখে নিন। আপনি এই সাইট ব্যবহার চালিয়ে গেলে আমরা ধরে নেবো যে গোপনীয়তা নীতিমালা এবং শর্তাবলী আপনি মেনে নিচ্ছেন।


ইউজার তথ্য


আপনি যা কিছু সাইটে পোস্ট করা থেকে বিরত থাকায় সম্মত হচ্ছেন, তা হলো:


* এমন কোন তথ্য যা আপনি জানেন যে তা ভুল, অশুদ্ধ বা ত্রম্নটিপূর্ণ;


* যা অন্য কোন তৃতীয় পক্ষের কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ব্যবসায়িক গোপনীয়তা বা অন্যান্য সম্পদভিত্তিক এবং প্রচারণা ও গোপনীয়তা বিষয়ক অধিকার;


* যা কোন ধরনের আইন, নিয়ম, নিষেধ বা আচার-আচরণকে অমান্য করে (সরকারী রপ্তানি নিয়ন্ত্রণ, কনজিউমার প্রোটেকশন, অন্যায্য প্রতিযোগিতা, মিথ্যা প্রচারণা, কাউকে হেয় করাসহ অন্যান্য কাজ);


* এমন কিছু যা কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা পার্টনারশিপের প্রতি বর্ণবাদী, বৈষম্যমূলক, ঘৃণার ফসল, লজ্জাজনক, সাম্প্রদায়িক, বেআইনীভাবে হুমকিমূলক বা অপমানজনক;


* যার কারণে আপনি তৃতীয় কারো কাছ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন;


* এমন কিছু যাতে অন্য কোন ওয়েবসাইট, ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা দেয়া থাকে;


* এমন কিছু যাতে কম্পিউটার ভাইরাস, পোকা বা কম্পিউটার প্রোগ্রাম ও ফাইলের জন্য ক্ষতিকর;


ইলেকট্রনিক যোগাযোগ


আপনি যখন এই সাইট ভিজিট করবেন অথবা আমাদের কাছে ই-মেইল পাঠাবেন, তখন আসলে ইলেকট্রনিক মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছেন; সেইসাথে আপনি আমাদের পক্ষ থেকে একই মাধ্যমে যোগাযোগের ব্যাপারে সম্মতি দিচ্ছেন। আমরা ই-মেইলের মাধ্যমে অথবা আপনার সাইটে পোস্টের মাধ্যমে যোগাযোগ করে থাকি। চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রেও আপনার সাথে ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ, সব ধরণের চুক্তি, নোটিশ, প্রচারণা এবং অন্যান্য তথ্য প্রদানের জন্য সম্মতি দিচ্ছেন, যা এই ধরণের যোগাযোগের ক্ষেত্রে লিখিত যেকোন আইনী দাবি পূরণ করে।


বাইরের লিংক এবং থার্ড পার্টি কন্টেন্ট


বিভিন্ন সময়ে এই ওয়েবসাইটে অন্যান্য সাইটের লিংক সংযুক্ত করা হবে। আপনার তথ্য প্রদানের সুবিধার জন্য এইসব লিংক যুক্ত করা হবে। এইসব ওয়েবসাইট আমাদের এনডোর্স করা নয় এবং TechFAQBD কোনভাবেই এর জন্য দায়বদ্ধ নয়। এইসব এক্সটার্নাল লিংক-এর কন্টেন্ট এর জন্য আমরা দায়বদ্ধ নই। তাই, আপনাকে নিজ দায়িত্বে এইসব লিংক ব্যবহার এবং এর ওপর নির্ভর করতে হবে। এক্সটার্নাল লিংক ভিজিট করার সময় অবশ্যই সেই সাইট ব্যবহারের শর্তাবলী ও নিয়মাবলী মেনে নিতে হবে। TechFAQBD'র পূর্বঅনুমতি ছাড়া আপনার বা অন্য কারও নিয়ন্ত্রিত ওয়েবসাইটের হাইপারটেক্সট লিংক তৈরী করা হবে না।


কপিরাইট


এই ওয়েবসাইটে ব্যবহৃত যেকোন লেখা, ছবি, লোগো, বাটন চিহ্ন, গ্রাফিক্স, অডিও ক্লিপ, ডিজিটাল ডাউনলোড, সংগৃহিত ডাটা এবং সফটওয়্যার TechFAQBD'র নিজস্ব সম্পত্তি এবং বাংলাদেশ ও আত্মর্জাতিক কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত। এই সাইটের সবকিছু TechFAQBD'র নিজস্ব সম্পত্তি এবং বাংলাদেশ কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত।


ট্রেডমার্ক


সব লোগো, গ্রাফিক্স, পেইজ হেডার, বাটন চিহ্ন, স্ক্রিপ্ট, প্রোডাক্ট TechFAQBD'র রেজিস্টার্ড ট্রেডমার্ককৃত অথবা www.techfaqbd.com সাইটে ব্যবহারের জন্য অনুমোদিত।


সাইট পলিসি, পরিবর্তন ও প্রকটতা


www.techfaqbd.com এই সাইট, এর পলিসি ও শর্তাবলী যেকোন সময় পরিবর্তনের অধিকার রাখে। কোনভাবে এসব শর্ত অমান্য বা অগ্রাহ্য করা হলে শর্তটি বাতিল হয়ে যাবে এবং অবশিষ্ট শর্তের সময়সীমা ও কার্যকারিতা বাতিল হয়ে যাবে।


প্রয়োগযোগ্য আইন


TechFAQBD'র সাইট ভিজিট করার মাধ্যমে আপনি সম্মতি জানাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন, কোন ধরনের আইনের ব্যাঘাত ছাড়া, এসব শর্ত পালনের দায়িত্ব থাকবে এবং আপনার এবং www.techfaqbd.com সাইটের মধ্যকার যেকোন বিরোধও এর দায়িত্বে থাকবে।