আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাক এটা কেও চায় না। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন কোন ব্যাকগ্রাউন্ড অ্যাপ গুলো বেশী ব্যাটারি খরচ করছে আর সেগুলো বন্ধ করে দিতে হবে।
আর ভিডিও অটোপ্লে হবার কারণেও আপনার ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাই আপনাকে এই অটোপ্লে অপশনটি বন্ধ করতে হবে। তাহলেই আপনার ব্যাটারি কিছুটা হলেও বেশী ব্যাকআপ দিবে।
কিন্তু কিভাবে এটি করবেন তা এখানে তুলে ধরা হলো-
প্রথমেই আপনার আইফোন বা আইপ্যাড এর 'Setting' এ যেতে হবে।
তারপর নিচে স্ক্রল করে 'Photos' অপশন এ যেতে হবে।
Image Source: Internet |
তারপর নিচে স্ক্রল করে 'Auto-Play Videos and Live Photos' অপশন এ গিয়ে অপশনটি বন্ধ করে দিতে হবে।
ব্যাস হয়ে গেলো! এখন থেকে ভিডিও এবং লাইভ ফটো স্বয়ংক্রিয়ভাবে আর ওপেন হবে না।
আরও পড়ুন-