ফেসবুকে (ইনবক্স / কমেন্টস / টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করণীয়

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ইনবক্স / কমেন্টস / টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করণীয় সম্পর্কে বাংলাদেশ পুলিশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে পরামর্শ দেয়া হয়েছে, যা হুবহু তুলে ধরা হল- 


what-if-anyone-sending-bad-messages-or-pictures-on-facebook-techfaqbd


* উত্ত্যক্তকারী ( বাজে মেসেজ বা ছবি ) পােস্টটির লিংকসহ স্ক্রিনশট / মেসেজের স্ক্রিনশট এবং উত্ত্যক্তকারীর একাউন্টটির প্রােফাইল লিংক সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অভিযােগ করুন । 

অথবা, 

* সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযােগ জানাতে পারেন । এছাড়াও নিম্নবর্ণিত যে কোন মাধ্যমে অভিযােগ পাঠাতে পারেন। 

হটলাইন- ০১৭৩০৩৩৬৪৩১ 
ইমেইল- smmcpc2018@gmail.com 
ফেসবুক পেজ- https://www.facebook.com/cpccidbdpolice/ 

* অভিযােগ দায়েরের পর প্রয়ােজনবােধে সােশ্যাল মিডিয়ায় বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে উত্ত্যক্তকারী একাউন্টটিকে ব্লক করে দিতে পারেন । 

সংশ্লিষ্ট ফেসবুক একাউন্টটি ব্লক করতে হলে যা করণীয়-

* প্রথমে ফেইক আইডিটি ওপেন করতে হবে । 

* তারপর ঐ পেইজের Message বক্সের পাশে তিনটি ডট ( ... ) চিহ্নিত আইকনে ক্লিক করে Block অপশন সিলেক্ট করে বণ্টক করুন ।
Post a Comment (0)
Previous Post Next Post