ফেব্রুয়ারি ২০২০ থেকে যেসব ফোনগুলোতে হোয়াটস্যাপ ইনস্টল করা যাবে না...

অনেকেই বেশ পুরোনো কিছু ফোনে হোয়াটস্যাপ ব্যবহার করে থাকেন, তাদের জন্য একটি দুঃসংবাদ দিলো হোয়াটস্যাপ। ফেব্রুয়ারি'২০ থেকে আর ওইসব ফোনে হোয়াটস্যাপ ইন্সটল করা যাবে না।

whatsapp will stop working on these phones soon-techFAQ


আর আগেই অ্যান্ড্রয়েডের পুরানো সংস্করণগুলোতে আপডেট বন্ধ করেছিল হোয়াটস্যাপ। এবার নতুন করে ইনস্টল, নতুন অ্যাকাউন্ট তৈরি ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যাবে না বলে জানিয়ে দিল হোয়াটস্যাপ।

তবে, এখনই পুরোপুরি অ্যাপ বন্ধ নয় বলেছে হোয়াটস্যাপ। কিন্তু, ভেরিফিকেশন বন্ধ করে দেওয়ার ফলে নতুন করে আর অ্যাকাউন্ট খোলা যাবে না।

অ্যান্ড্রয়েড 2.3.7 ও iOS 7 (অথবা আরও পুরানো) সংস্করণের ফোনগুলোতে বন্ধ করে দেওয়া হল হোয়াটস্যাপ'র সাপোর্ট। আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন নিয়ম।

হোয়াটস্যাপ'র পক্ষ থেকে বলা হয়েছে, "স্বচ্ছন্দভাবে হোয়াটস্যাপ ব্যবহার করতে হলে ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করা দরকার।"
Post a Comment (0)
Previous Post Next Post