উইন্ডোজ ১০ এ মাউস পয়েন্টারের রং ও আকার পরিবর্তন করবেন যেভাবে

প্রথমেই আপনাকে যাচাই করে নিতে হবে যে আপনার উইন্ডোজ ১০ ওএস'টি কোন ভার্সনের। আপনার ভার্সনটি যদি ১৯০৩ অথবা তার বেশী হয়ে থাকে তাহলে এটি করা যাবে নয়তো আপনাকে ভার্সন আপডেট করতে হবে। 

hange-mouse-pointer-color-and-size-in-windows-10-techFAQBD
Image Source: Pexels.com


ভার্সন যাচাই করার জন্য প্রথমেই আপনাকে Settings এ গিয়ে System অপশনে ক্লিক করতে হবে। তারপর বাম পাশে থাকা বার হতে About অপশন এ যেতে হবে এর সেখানে থাকা Windows specification এ আপনার পিসির ভার্সন দেখা যাবে। 

আপনার ভার্সন যদি ১৯০৩ এর চেয়ে পুরনো হয়ে থাকে তাহলে Settings থেকে Update & Security অপশনে গিয়ে ভার্সন আপডেট করে নিতে হবে। 

এখন কিভাবে মাউস পয়েন্টারের রং ও আকার পরিবর্তন করবেন যেভাবে তা তুলে ধরা হলো-

প্রথমেই পিসির Settings এ যেতে হবে। 

তারপর Ease of Access অপশনে যেতে হবে। 

তারপর বাম পাশে থাকা বার হতে Cursor & pointer অপশনে গিয়ে ইচ্ছে মতো মাউস পয়েন্টারের রং ও আকার পরিবর্তন করে নিতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post