আইফোনে স্ক্রিন ও ভয়েস রেকর্ড একত্রে করবেন যেভাবে

কোনো থার্ডপার্টি অ‍্যাপ ইন্সটল করা ছাড়াই স্ক্রীনরেকর্ড করা যায় আইফোনে। কিন্তু এতে স্ক্রিন রেকর্ড করলে শুধু ডিভাইসের ইন্টারনাল সাউন্ড যুক্ত হয়।


record own voice while screen recording on iPhone-techFAQBD
© www.pexels.com

তবে অনেকেই নিজের ভয়েস যুক্ত করতে চায়। মাইক্রোফোনের মাধ‍্যমে স্ক্রিন রেকর্ডের সময় ভয়েসও যুক্ত করা যায়। কীভাবে কাজটি করতে হবে তা তুলে ধরা হলো-

প্রথমেই আইফোনের স্ক্রিনের নিচ থেকে উপরে সোয়াইপ করতে কন্ট্রোল সেন্টার চালু করতে হবে।

কন্ট্রোল সেন্টারের নিচে স্ক্রিন রেকর্ডের একটা গোলাকার  আইকন দেখা যাবে। যদি আইকনটি দেখতে না পান তাহলে এখানে ক্লিক করুন।

তারপর গোলাকার আইকনে ট‍্যাপ করে কিছু সময় ধরে রাখতে হবে।

তারপর পপআপ নতুন একটি পেইজ দেখতে পাবেন। সেখান থেকে 'Microphone Off' অপশনের উপরে থাকা মাইক্রোফোন আইকনে ক্লিক করে 'Microphone On' করে নিতে হবে।

তারপর কন্ট্রোল সেন্টার থেকে গোলাকার রেকর্ড আইকনে ক্লিক করলেই একত্রে স্ক্রিন ও ভয়েস রেকর্ড হবে।

স্ক্রিন রেকর্ড শেষ হলে কন্ট্রোল সেন্টার থেকে 'Screen Record' আইকন ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে যাবে।

 রেকর্ড করা ভিডিও আপনি 'Photos' অ‍্যাপে খুঁজে পাবেন।
Post a Comment (0)
Previous Post Next Post