ম‍্যাকে স্ক্রিন রেকর্ড করবেন যেভাবে

ম্যাক ব‍্যবহারকারীরা কোন থার্ডপার্টি সফটওয়্যার ব‍্যবহার না করেই স্ক্রিন রেকর্ড করতে পারেন খুব সহজেই। কিভাবে কাজটি করতে হবে তা তুলে ধরা হল-


record the screen on mac-techFAQ

প্রথমেই ম‍্যাক পিসির ল‍ঞ্চপ‍্যাড থেকে 'কুইকটইম প্লেয়ার' নামের সফটওয়‍্যারটি ওপেন করতে হবে।

তারপর সফটওয়‍্যারটি চালু অবস্থায় বাম পাশের উপরে থাকা মেনু থেকে 'File' অপশনে ক্লিক করতে হবে।

তারপর সেখানে থেকে 'New Screen Recording' অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর পপআপে নতুন একটি পেইজ ওপেন হবে আর সেখানে থাকা গোল লাল আইকনের পাশে থাকা অ‍্যারো বাটনে ক্লিক করে অডিও সোর্স নির্বাচন করতে হবে।

যদি মাউস ক্লিকসহ স্ক্রিন রেকর্ড করতে চান 'Show Mouse Clicks in Recording' অপশনে ক্লিক করতে হবে।

তারপর পরবর্তীতে গোল লাল আইকনে ক্লিক করে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে।

রেকর্ড শেষ হলে ম‍্যাক পিসির উপরে ডান পাশে 'কুইকটাইম প্লেয়ারের' বাটনটি চাপতে হবে । তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ হবে। এরপর কোন ফোল্ডার তা সেইভ করতে চান তা নির্বাচন করে সেভ করতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post