নতুন আর্থিক অডিট হতে যাচ্ছে দেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলোর

দেশের মোবাইল বেসরকারি অপারেটরগুলোর (গ্রামীণফোন, রবি ও বাংলালিংক) নতুন আর্থিক অডিট আসছে। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং অডিট করতে পদ্ধতিগত বিষয়গুলো পর্যালোচনা করছে বিটিআরসি। 


নতুন আর্থিক অডিট হতে যাচ্ছে দেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলোর




এই অডিট আগের করা ২০১৫ সালের অডিটের সময়ের পর থেকে করা হবে গ্রামীণফোন ও রবির আর বাংলালিংকের ২০২০ সাল হতে। যদিও বাংলালিংকের ২০১৯ সাল পর্যন্ত করা অডিট প্রতিবেদন এখনও চূড়ান্ত জমা দেয়া হয়নি। 


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ফাঁকি প্রতিরোধ করার একটি উপায় হচ্ছে অডিট। সেটি করা হচ্ছে। তার প্রস্তুতিও নেয়া হচ্ছে। গত অর্থবছর (২০২১-২২) পর্যন্ত নির্দেশনা দেয়া হয়েছে। এখন যতটুকু করতে পারে, কারণ এটি বেশ বড় কাজ।’

Post a Comment (0)
Previous Post Next Post