দেশের মোবাইল বেসরকারি অপারেটরগুলোর (গ্রামীণফোন, রবি ও বাংলালিংক) নতুন আর্থিক অডিট আসছে। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং অডিট করতে পদ্ধতিগত বিষয়গুলো পর্যালোচনা করছে বিটিআরসি।
এই অডিট আগের করা ২০১৫ সালের অডিটের সময়ের পর থেকে করা হবে গ্রামীণফোন ও রবির আর বাংলালিংকের ২০২০ সাল হতে। যদিও বাংলালিংকের ২০১৯ সাল পর্যন্ত করা অডিট প্রতিবেদন এখনও চূড়ান্ত জমা দেয়া হয়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ফাঁকি প্রতিরোধ করার একটি উপায় হচ্ছে অডিট। সেটি করা হচ্ছে। তার প্রস্তুতিও নেয়া হচ্ছে। গত অর্থবছর (২০২১-২২) পর্যন্ত নির্দেশনা দেয়া হয়েছে। এখন যতটুকু করতে পারে, কারণ এটি বেশ বড় কাজ।’