ভোল্টি সেবা চালু করল গ্রামীণফোন

ভোল্টি (ভয়েস ওভার এলটিই) সেবা চালু করেছে গ্রামীণফোন। ভোল্টি হল ৪জি বা এলটিই নেটওয়ার্কে কথা বলার উন্নত প্রযুক্তি। আর এই প্রযুক্তি দ্রুত কল সংযোগ এবং এইচডি মানসম্পন্ন ভয়েস কলের সুবিধা দিবে। 

grameenphone-launches-volte-service


গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে ভোল্টি সমর্থনযোগ্য হ্যান্ডসেটের তালিকা দেয়া আছে এবং নতুন হ্যান্ডসেট এ নেটওয়ার্কে আপডেট হলে সে অনুযায়ী ওয়েবসাইটের তথ্যও হালনাগাদ করা হবে।

৪জি সিম, ৪জি কাভারেজ এবং প্রয়োজনীয় সেটিংস সহ ভোল্টি হ্যান্ডসেট থাকলে স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত কলরেটে ভোল্টি সেবা উপভোগ করতে পারবে গ্রাহকরা।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.grameenphone.com/volte
Post a Comment (0)
Previous Post Next Post