সারাবিশ্বে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার'র (ওসিআই) উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট প্রদান করার ঘোষনা দিয়েছে ওরাকল। এই প্রশিক্ষণে বরকম দক্ষতার স্তর এবং বিভিন্ন আইটি পেশার জন্য ওরাকলের বিশেষজ্ঞ কর্তৃক প্রণোদিত ওসিআই কারিকুলাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ১৩টি ভাষায় প্রয়োজন অনুসারে ওসিআই এর সকল কোর্স ডিজিটালি করতে পারবে। এছাড়াও ওরাকল অটোনোম্যাস ডাটাবেজসহ আরো ১০টি কোর্স নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ন বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ওরাকল।
ওরাকলের এই নতুন কর্মসূচীতে অন্তর্ভুক্ত থাকছে-
১। বিভিন্ন পেশা ও লেভেলের জন্য ১৩ টি ভাষায় সম্পূর্ণ ডিজিটাল ওসিআই প্রশিক্ষণ।
২। ওরাকল ক্লাউড ফ্রি টিয়ারের মাধ্যমে লাইভ এনভাইরনমেন্টে ব্যবহারিক দক্ষতা অর্জন।
৩। প্রস্তুতি কোর্স থেকে শুরু করে প্র্যাকটিস এক্সাম এবং ক্রেডেনশিয়ালিংসহ একটি স্বয়ংসম্পূর্ণ সার্টিফিকেশন অভিজ্ঞতা।
৪। ওরাকলের বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে লাইভ সেশন ও ব্যক্তিগত দিক-নির্দেশনা।
৫। নতুন চাকুরী সন্ধানীদের জন্য পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা উপকরণ।