ভিডিও ও ভয়েস কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম এনেছে ফেসবুক

facebook-introduces-end-to-end-encryption-for-its-voice-video-call-features-techfaqbd



মেসেঞ্জারের ভিডিও ও ভয়েজ কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম এনেছে ফেসবুক। এতোদিন যেটা মেসেঞ্জারের টেক্সট ভার্সনে ছিল। আর এখন থেকে কলের ক্ষেত্রেও এই গোপনীয়তার নীতিমালা অনুসরণ করবে টেক জায়েন্ট ফেসবুক। 

সম্প্রতি একটি ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু আছে। কিন্তু বিগত কয়েক বছরে অডিও ও ভিডিও কলের পরিমাণও অনেকটা দ্রুত বেড়ে যওয়ায় এবার মেসেঞ্জারের ভিডিও ও ভয়েজ কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম আনা হল।

ফেসবুক জানায়, ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। এখন আপাতত কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে তা প্রয়োগ করে দেখা হবে। এছাড়াও গ্রুপে চ্যাট, ভয়েজ ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে ফেসবুক।

Post a Comment (0)
Previous Post Next Post