ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয়

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত হ্যাকিং এর সংখ্যা বাড়ছে। তাই বাংলাদেশ পুলিশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে, যা হুবহু তুলে ধরা হল- 

if-facebook-account-hacked-techfaqbd


* প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন । 

* এরপর "Someone else got into my account without my permission" -এ ক্লিক করুন । হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের ( ইমেইল বা ফোন নাম্বার ) যেকোন একটির ইনফরমেশন দিন । 

[উল্লেখ্য যে, ফেসবুক সময় সময় এই অপশনটি পরিবর্তন করে । কিন্তু সাধারণত এধরণেরই কোন একটি অপশন / বাটন দেয়া হয় যেটা ফেসবুক ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন । পূর্বে "Compromised" অপশনটি দেখাতাে , তার পরিবর্তে এখন দেখায় "Someone else got into my account without my permission" অপশনটি।] 

* এরপর "My account is compromised" - এ ক্লিক করুন । হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের ( ইমেইল বা ফোন নাম্বার ) যেকোন একটির ইনফরমেশন দিন । 

* প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে ; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে "Continue" করুন ।

* হ্যাকার যদি ইমেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানাে হবে । এর মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব ।

* হ্যাকার যদি ইমেইল এড্রেস, ফোন নাম্বারসহ লগইন এর জন্য প্রয়ােজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, "Need another way to authenticate? > Submit a request to Facebook" এ ক্লিক করলে ফেসবুক প্রােফাইলটি উদ্ধারের জন্য প্রয়ােজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব ।

* ফেসবুক একাউন্ট হ্যাকিং - এর শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযােগ জানাতে পারেন। 

এছাড়াও নিম্নবর্ণিত যে কোন মাধ্যমে অভিযােগ পাঠাতে পারেন -

হটলাইন- ০১৭৩০৩৩৬৪৩১ 

ইমেইল- smmcpc2018@gmail.com 

ফেসবুক পেজ- https://www.facebook.com/cpccidbdpolice/
Post a Comment (0)
Previous Post Next Post