ডিলিট করা কনট্যাক্টস নম্বর ফিরিয়ে আনার নতুন ফিচার চালু করলো গুগল কনট্যাক্টস। গুগল কনট্যাক্টস এই ফিচারটির নাম দিয়েছে ট্র্যাশ। যেটি অনেকটা রিসাইকেল বিনের মতো কাজ করে থাকে।
Image Credit: https://www.androidpolice.com/ |
আপনি গুগল কনট্যাক্টস (https://contacts.google.com/) এ গিয়ে বাম পাশে নিচে দেখতে পারবেন এই ট্র্যাশ ফিচারটি। যে সকল কনট্যাক্টস নম্বর ডিলিট হয়েছে সে সকল কনট্যাক্টস এতে পেয়ে যাবেন সহজেই। এরসাথে এটাও জানা যাবে যে কনট্যাক্টস নম্বরটি অ্যাপ না ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল।
ডিলিট হওয়া কন্ট্যাক্টস ৩০ দিনের মধ্যে রিকভার করা সম্ভব হবে। আর এটাও জানা যাবে যে কবে আর কখন ডিলিট করা হয়েছিল নম্বরটি।
এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকে – Delete Forever আর Recover। Delete Forever বাটনে ক্লিক করলে কনট্যাক্টটি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে আর Recover বাটনে ক্লিক করলে কনট্যাক্টটি রিকভার হয়ে যাবে। কন্ট্যাক্টস অ্যাপ বা ওয়েবসাইট যেখান থেকেই ডিলিট হয়ে থাকুক না কেন, এখান থেকে সেটা রিকভার করা সম্ভব হবে।