প্লে স্টোরে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার জন্য অনেক অ্যাপই আছে কিন্তু আপনি যদি অতিরিক্ত কোনো অ্যাপ ছাড়া অদৃশ্য ফোল্ডার তৈরি করতে চান তাহলে এই আর্টিকেল্টি পড়তে পারেন।
* প্রথমেই আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে।
* তারপর আপনার বানানো ফোল্ডারের নামের আগে শুধু একটি . (ডট) বসিয়ে দিন যেমন: .hide।
* ব্যস, ফোল্ডারটি হাইড হয়ে গেল। এখন ফোল্ডারটি শো করতে চাইলে আপনার ফাইল ম্যানেজারের Settings-এ গিয়ে Show Hidden Files অন করে দিন।
* এবার যে ফাইলগুলো হাইড করতে চান সেগুলো ওই ফোল্ডারে নিয়ে নিন। এরপর পুনরায় Settings-এ গিয়ে Show Hidden Files অপশনটি বন্ধ করে দিন।
যদি আপনার ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজারে . (ডট) দিয়ে ফোল্ডার তৈরি করা না যায় তাহলে গুগল প্লেস্টোর থেকে Mi file manager অথবা ES Explorer বা অন্য যেকোনো ফাইল ম্যানেজার ডাউনলোড করে নিতে হবে!