অ্যানড্রয়েডে অদৃশ্য ফোল্ডার তৈরি করবেন যেভাবে

প্লে স্টোরে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার জন্য অনেক অ্যাপই আছে কিন্তু আপনি যদি অতিরিক্ত  কোনো অ্যাপ ছাড়া  অদৃশ্য ফোল্ডার তৈরি করতে চান তাহলে এই আর্টিকেল্টি পড়তে পারেন।

how-to-hide-files-and-folders-on-android-techfaqbd


* প্রথমেই আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে। 


* তারপর আপনার বানানো ফোল্ডারের নামের আগে শুধু একটি . (ডট) বসিয়ে দিন যেমন: .hide

* ব্যস, ফোল্ডারটি হাইড হয়ে গেল। এখন ফোল্ডারটি শো করতে চাইলে আপনার ফাইল ম্যানেজারের Settings-এ গিয়ে Show Hidden Files অন করে দিন।

* এবার যে ফাইলগুলো হাইড করতে চান সেগুলো ওই ফোল্ডারে নিয়ে নিন। এরপর পুনরায় Settings-এ গিয়ে Show Hidden Files অপশনটি বন্ধ করে দিন।


যদি আপনার ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজারে . (ডট) দিয়ে ফোল্ডার তৈরি করা না যায় তাহলে গুগল প্লেস্টোর থেকে Mi file manager অথবা ES Explorer বা অন্য যেকোনো ফাইল ম্যানেজার ডাউনলোড করে নিতে হবে!
Post a Comment (0)
Previous Post Next Post